মোঃ মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলা
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় সন্ত্রাসী হামলার পর থানায় এজাহার দায়ের করলেও মামলা রুজু না করার অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার । রবিবার (২৫ মে) দুপুরে জেলার গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ি গ্রামের মৃত আলহাজ্ব সাইফুদ্দিন মন্ডলের ছেলে মো: আব্দুল খালেক ও তোফায়েল আহমেদ তাদের নিজ বাসভবনে এ সম্মেলন করেন । সাংবাদিক সম্মেলনে তারা বলেন, গত ২২ মে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে অভিযুক্ত সোহেল আমান আর্জেন্ট, রিজিয়া আমান ও নাজনীন আক্তার তাদের দেখে নিবে বলে হুমকি দিয়ে যায় । এরপর সেইদিনই তারা নাচোল উপজেলার সব্দলপুর এলাকায় তাদের বর্গাচাষীদের সাথে জমিচাষ সংক্রান্ত বিভিন্ন আলোচনা শেষে বাড়ি ফিরছিলেন । এসময় রাত ১০ টার দিকে কালোইর হতে বিষ্ণুক্ষেত্র গামী হাজারবিঘী বিলের জোড়া সাঁকোর নিকট পৌঁছামাত্র আগে থেকেই ওঁত পেতে থাকা আসামীরা পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটালে আমরা বিভিন্ন দিকে লুটিয়ে পড়ি । এসময় তারা আমাদের গলাচেপে ধরা সহ বিভিন্ন ভাবে হত্যাচেষ্টা করলে আশে পাশে থাকা ধানকাটা শ্রমিকরা এগিয়ে আসলে সন্রাসীরা পালিয়ে যায় । এরপর আমরা ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে আমাদের উদ্ধার করে এবং আমরা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করি । এবিষয়ে নাচোল থানায় আসামীদের নাম উল্লেখ করে একটি এজাহার দায়ের করলে ৩ দিন পার হলেও থানা সেই মামলা রুজু করছেনা । এমনকি কোন অজ্ঞাত কারনে এই মামলা রুজু করবেনা বলেও জানিয়েছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম । সম্মেলনে তারা মামলা রুজু না করার প্রতিবাদ জানান এবং এমন একটি জঘন্য সন্ত্রাসী হামলার ঘটনায় অনতিবিলম্বে মামলা রুজু করার জোর দাবীও জানান । তবে জানতে চাইলে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম বলেন, মামলা রুজু হবেনা এমন কোন কথা বলিনি । বিষয়টি তদন্তনাধীন আছে, তদন্ত শেষেই সিদ্ধান্ত হবে মামলা রুজু হবে কি হবে না ।
Leave a Reply