চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দেবীনগর গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী ডলিয়ারা বেগমের ছেলে মোঃ আব্দুর রাজ্জাককে গুম করার অভিযোগ উঠেছে। ছেলের খোঁজ না পাওয়ায় গত ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ও ২২-০৪-২০২৫খ্রী: তারিখে শিবগঞ্জ থানায় অভিযোগ করে। এতেও কোন ফলাফল আসেনি। এমনকি কোর্টেও একটি গুমের মামলা হয়েছে। সেটিরও কোন তদন্তও হয়নি। এলাকার কুরবান আলি,আকাশ আলি,রফিক উদ্দিন ও তোতা সহ আরো কয়েকজন জাহাঙ্গীর হোসেন ও ডলিয়ারা বেগমের ছেলে আব্দুর রহমান(১৮)কে রাজমিস্ত্রির কাজে নিয়ে যাবার কথা বলে নিয়ে যায়। এরপর থেকে আর আব্দুর রহমানের কোন খোঁজ পাওয়া যায়নি। অভিযোগ কারী ডলিয়ারা বেগম জানান সন্তানের খোঁজ খবর নিতে গেলেই টাকার চাপ দেই।এমনকি টাকা না দিলে আমাকে ছেলে ফেরত দিবেনা বলে হুমকি দেয়। অন্যদিকে শিবগঞ্জ থানার ওসি(তদন্ত) এস এম শাকিল হাসান জানান এ ঘটনাটির ব্যাপারে কোর্টে মামলা হয়েছে এবং ডিবির তত্বাবধানে আছে।
Leave a Reply